
প্রকাশিত: Fri, Jan 19, 2024 11:39 AM আপডেট: Wed, Jul 2, 2025 2:30 AM
[১]এবার ইরানে পাল্টা ক্ষেপণাস্ত্র আক্রমণ চালালো পাকিস্তান
ইকবাল খান: [২] ইরানের আকাশসীমা লংঘনের জবাবে পাকিস্তান সামরিক বাহিনী ৪৮ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার ভোরে ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে প্রতিশোধমূলক পাল্টা আক্রমণ চালিয়েছে পাকিস্তান। সূত্র: ডন
[৩] পাকিস্তান সামরিক বাহিনীর মিডিয়া উইং জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি(বিএলএ) ও বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের আস্তানায় ‘মুর্গ বার সরমচার’ নামে সমন্বিত আক্রমণ চালানো হয়।
[৪] বিবিসি জানায়, ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী আস্তানায় একটি অত্যন্ত সমন্বিত সামরিক আক্রমণ করা হয়।
[৫] উল্লেখ্য, মঙ্গলবার পাকিস্তানের আকাশসীমায় ইরানের হামলার ফলে দুই শিশু নিহত ও আরও তিন জন আহতের কথা জানা গেছে।
[৬] সেসময়ই পাকিস্তান বিনা উস্কানিতে তার আকাশসীমা লংঘন এবং ভূখণ্ডে হামলার তীব্র নিন্দা জানিয়েছিল। তার সার্বভৌমত্বের ওপর এই আঘাত অগ্রহণযোগ্য এবং এর পরিণতি মারাত্মক হতে পারে বলে উল্লেখ করেছিল।
[৭] পাকিস্তানের পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান বহু বছর ধরে ইরানকে সন্ত্রাসীদের আস্তানার কথা জানিয়ে আসছে। পাকিস্তান এই সন্ত্রাসীদের উপস্থিতি এবং কার্যকলাপের সুনির্দিষ্ট প্রমাণসহ বেশ কিছু দলিলও শেয়ার করেছে।
[৮] ইরানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার কথা উল্লেখ করে বিবৃতিটিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবারের পদক্ষেপের একমাত্র উদ্দেশ্য ছিল, পাকিস্তানের নিজস্ব নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ সমুন্নত রাখা। এক্ষেত্রে কোনো আপস করা যাবে না।
[৯] মেহর বার্তা সংস্থাকে উদ্ধৃত করে বিবিসি ফার্সি জানিয়েছে, ইরানের সিস্তান ও বেলুচিস্তানের ডেপুটি সিকিউরিটি গভর্নর বলেছেন যে, সারাওয়ানে বিস্ফোরণে তিন নারী ও চার শিশু নিহত হয়েছে।
[১০] ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বেলুচিস্তানের ডেপুটি গভর্নর জেনারেল আলী রেজা মারহামাতি বলেছেন ইরানের একটি সীমান্তবর্তী গ্রামে স্থানীয় সময় ভোর ৪টা ৫ মিনিটে হামলাটি চালানো হয়।
[১১] এর আগে ইরান পাকিস্তানের পশ্চিম সীমান্তে মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কথা স্বীকার করে।
[১২] ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, হামলার লক্ষ্যবস্তু ছিল জইশ আল আদলি জঙ্গি গ্রুপ। তিনি এদের পাকিস্তানে “ইরানিয়ান জঙ্গি গ্রুপ” নামে অভিহিত করেন।
[১৩] এর ফলস্বরূপ পাকিস্তান সরকার ইরান থেকে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে এবং ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেও ফিরে যেতে বাধা দিয়েছে।
[১৪] এই সপ্তাহের শুরুতে ইরাক এবং সিরিয়াতে হামলার পর মঙ্গলবার বেলুচিস্তানে হামলা চালায় ইরান।
[১৫] গাজায় ইসরায়েল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধের সময়ে মধ্যপ্রাচ্য জুড়ে ক্রমবর্ধমান উত্তেজনার সময়ে ইরান ও পাকিস্তান পরস্পরের ভূ-খণ্ডে হামলা চালালো। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
